CHAIRMAN MESSAGE



প্রখ্যাত শিক্ষাবিদ অ্যাডাম স্মিথ শিক্ষা ভাবনায় বলেছেন, ‘শিক্ষা হলো সচেতন এবং ঐচ্ছিক প্রক্রিয়া, যার দ্বারা এক ব্যক্তি অন্য ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে’। দার্শনিক জন ডিউই বলেছেন- ‘শিক্ষা হলো জীবনের পরিপূর্ণ বিকাশ। অভিজ্ঞতা পূনর্গঠনের মধ্যে দিয়ে যা অর্জন হয়’। বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে বলেছেন ‘বিশ্ব সত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তারই প্রভাবে ব্যক্তি সত্তার বিকাশ সাধনের প্রয়াস’। শিক্ষাবিদ, দার্শনিক ও বিশ্বকপির শিক্ষা সম্পর্কে ভাবনাগুলোকে যদি একটি ফ্রেমে চিন্তা করি তাহলে দেখতে পাই শিক্ষা হলো শিশুর শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও আধ্যত্মিক অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ সাধনের নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। শিক্ষা হলো উন্নতর আধ্যাত্মময় জীবনে প্রবেশের প্রথম সোপান। রবীন্দ্রনাথের ভাষায় ‘শিক্ষা হলো দ্বিতীয় জন্ম’। শুধু জীবিকা অর্জনের জন্যে নয়। শিক্ষার্থীদের মানবিকতাবোধ, বিবেচনাবোধ, নৈতিক মূল্যবোধ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উত্তরা রেসিডেনসিয়াল কলেজের প্রচেষ্ঠা থাকবে নিরন্তর। সর্বোপরি, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি শিশুকে মাতৃভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি ইংরেজি ও অন্যান্য ভাষা শিক্ষার গুরুত্ব দিয়ে আসছে। উত্তরা রেসিডেনসিয়াল কলেজের Language Club শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও অন্যান্য ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। খেলাধুলা ও সংস্কৃতিক চর্চার জন্য আমাদের রয়েছে সহ শিক্ষা কার্যক্রম ক্লাব। যুগোপযোগী শিক্ষার প্রসারের জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক সায়েন্স ল্যাব এবং কম্পিউটার ল্যাব। আমাদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা  তাদের মেধা ও মননের পরিপূর্ণ বিকাশের  মাধ্যমে  তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন  করবে ইনশাআল্লাহ্।

চেয়ারম্যান

উত্তরা রেসিডেনসিয়াল কলেজ